December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Zoo : চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে নতুন অতিথিদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি , ১৩ নভেম্বর : দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেড পান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল ।

চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পড়ে মুখ্যমন্ত্রীর । আজ চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি । আর সেই সময় কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ ।

সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করে দেন । মুখ্যমন্ত্রী স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া , হিলি , ভিক্টরি ও ড্রিম । আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *