September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : ‘মিথ্যা লগ্নে জন্ম মুখ্যমন্ত্রীর’ : শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি , ১২ ডিসেম্বর : ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী । মিথ্যা লগ্নে তার জন্ম হয়েছে।’ এভাবেই কড়া ভাষায় সুর চড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ২৪ এর লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একাধিক বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু । অন্যদিকে , উত্তরকন্যা ইস্যুতেও প্রশ্ন তোলেন তিনি । তার কথায় , উত্তরকন্যা থেকে কোনও মানুষ পরিষেবা পান না । এই প্রশ্ন তুলেই এদিন বিকেলেই উত্তরকন্যা পরিদর্শনে যান তিনি । যদিও উত্তরকন্যায় প্রবেশ করতে পারেননি তিনি । তার আগেই বাধা পান পুলিশি নিরাপত্তায় ।

পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন । শুধু শুভেন্দু অধিকারী নন , তার সঙ্গে থাকা বিজেপির বিধায়করাও বাধাপ্রাপ্ত হন । এরপরই শুভেন্দু স্পষ্ট করেন এই উত্তরকন্যায় তিনি আবারও আসবেন। এরপর আদালতের আনুমতি নিয়েই আসবেন। উত্তরকন্যা সাধারণ মানুষের পরিসেবা দিতে ব্যর্থ | এদিন সরকারী আধিকারিকদের উপর বেজায় চটে যান তিনি | তিনি বলেন , ক্ষমতায় আসলে তিনি বুঝে নেবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *