December 13, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : বঞ্চনার অভিযোগ তুলে প্রতীকী ধর্ণা

শিলিগুড়ি , ১২ নভেম্বর : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই বঞ্চনার অভিযোগ তুলে পথে নামলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তবে শুধু উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগ নয় , সরকারি জমি দখল থেকে শুরু করে টোটো ইস্যুতেও সুর চড়ান তিনি । প্রশ্ন তুলে ধরেন রাজ্যের শাসকদলের নেতৃত্বদের বিরুদ্ধে ।

মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি শহরের হাসমিচকে এক ঘন্টার প্রতীকী ধর্ণায় বসেন শংকর ঘোষ । দলীয় নেতৃত্বদের পাশে নিয়ে রাজ্যের ভূমিকায় সুর চড়ান তারা । প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের সুর চড়িয়ে শংকর ঘোষের বক্তব্য, প্রয়োজনে আগামীতে নবান্নের সামনেও অবস্থানে শামিল হবেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *