November 6, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water Problem : পানীয় জলের সমস্যা সমাধানে বৈঠক

শিলিগুড়ি , ২৪ জুলাই : শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা সমাধানে আয়োজিত হল বৈঠক |

শহরের পানীয় জলের সমস্যা সমাধানে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জল সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এদিন ।

সোমবার পুরনিগমের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন PHE , সেচ ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মূলত শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা সমাধানে একটি বড় প্রকল্প নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। সেই প্রকল্পের অগ্রগতি এদিন খতিয়ে দেখা হয় । পাশাপাশি এই পানীয় জলের সমস্যা সমাধানে আর কি কি করনীয় রয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা হয় ।

উল্লেখ্য , পানীয় জলের সমস্যায় ভুগছে শিলিগুড়ি শহরবাসী । পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহ নিয়ে সমস্যা দেখা যায়। কোনো কোনো ওয়ার্ডে জল পৌঁছায় না কোথাও বা খুব কম সময় জল সরবরাহ হয় । সেই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *