October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Court : মলে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব , গ্রেপ্তার ১০

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : শিলিগুড়ির সেবক রোডের একটি মলে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব । মারধর করা হয় পাবের বাউন্সার ও কর্মীদের বলে অভিযোগ । একদিন আগে এলাকারই একদল দুষ্কৃতী এসে মারপিট করে ও হুমকি দেয় বলে অভিযোগ । ফের গতকাল রাতে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে পাবে এসে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল বলে অভিযোগ । এরজেরে চাঞ্চল্য ছড়ায় সেবক রোড সংলগ্ন এলাকায় ।

এই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয় । খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে পুলিশ । পুলিশের সঙ্গে ও বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ গেপ্তার করা হয় বেশ কয়েকজনকে ।

অভিযোগ , এলাকারই কিছু যুবক বারেবারে টাকা চেয়ে হুমকি দেয় ব্যবসায়ীদের বলে অভিযোগ । ব্যবসায়ীরা হুমকিতে কর্নপাত না করাতে এই ধরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ । ঘটনার তদন্ত করতে নেমেছে পুলিশ । আজ ধৃতদের জলপাইগুড়ির আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *