September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

bhutan : শিবতীর্থ ভুটান পাহাড় স্থিত মহাকাল মন্দির পরিদর্শন প্রশাসনের

শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারী : আগামী ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি | প্রতিবছর শিবরাত্রিতে ডুয়ার্সের অন‍্যতম বিখ‍্যাত শিবতীর্থ ভুটান পাহাড় স্থিত মহাকাল মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে কয়েকহাজার দর্শনার্থীদের আগমন হয় । প্রায় ৩০০০ ফুট উঁচুতে স্থিত ভুটান পাহাড়ে এই মহাকাল মন্দিরে শিবরাত্রির দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং ভুটান পাহাড় থেকে দর্শনার্থীদের আগমন হয় । মহাকাল মন্দিরে যেতে হলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে, খরস্রোতা জয়ন্তী নদী হয়ে দুর্গম পাহাড়ে ৩০০০ ফুট উঁচুতে যেতে হয় ।

এই প্রত‍্যন্ত ও দুর্গম এলাকায় পথ নেই বললেই চলে । প্রতিবছর ভুটান প্রশাসন , আলিপুরদুয়ার জেলা প্রশাসন , আলিপুরদুয়ার জেলা পুলিশ ও বনদফতরের পক্ষ থেকে মহাকাল মন্দিরে আগত দর্শনার্থীদের জন‍্য বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হয় । অস্থায়ী সড়ক , পানীয় জলের ব‍্যবস্থা , শৌচালয়ের ব‍্যবস্থা ও নানাবিধ উদ্যোগ নেওয়া হয় । এ বছরও দর্শনার্থীদের জন‍্য বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হয়েছে ।

শনিবার সমস্ত কিছু খতিয়ে দেখতে মহাকাল মন্দির এলাকায় পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী , বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ডি এফ ডি প্রবীণ কাশোয়ান সহ প্রশাসনের আধিকারিকরা | এছাড়া ভুটান প্রশাসনের আধিকারিকরা ও উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার জানান প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আগমন হয় সেজন‍্য দর্শনার্থীদের সুবিধার্থে পরিষেবা ঠিক রয়েছে কিনা দেখা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *