September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : চা পাতা বোঝাই গাড়ি উল্টে গেল রাস্তায়

শিলিগুড়ি , ৮ অগাষ্ট : শিলিগুড়ি মহকুমার বিধাননগররে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল চা পাতা বোঝাই তিন চাকার গাড়ি , চাঞ্চল্য এলাকায় |

এদিন চা পাতা বোঝাই তিন চাকার গাড়িটি ঘোষপুকুরের দিকে যাচ্ছিল | ঠিক সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় সেটি । তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর থানার পুলিশ ও বিধাননগর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা । এরপর পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে । স্থানীয়দের অভিযোগ বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *