October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Victim : হাতির হানায় ক্ষতিগ্রস্ত বসত বাড়ি

জলপাইগুড়ি , ৮ অগাষ্ট : হাতির হানায় ক্ষতিগ্রস্ত বসত বাড়ি |

সোমবার গভীর রাতে জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে তান্ডব চালায় একটি বুনো হাতি । ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন দক্ষিণ মাদারিহাট এলাকায় । হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার বাসিন্দা রতনি ওঁরাও এর শোবার ঘর , রান্না ঘর ও গোয়াল ঘর ।

অল্পের জন্য প্রাণে বেঁচে যান রতনি ও তার মেয়ে প্রেমিলা ওঁরাও । তবে ঘরে মজুত রাখা ধান ও আটা খেয়ে সবার করে হাতিটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *