Road : নিকাশী নালার সমস্যায় জেরবার পালপাড়ার বাসিন্দারা
শিলিগুড়ি , ১৩ অগাষ্ট : মাটিগাড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালপাড়া ৫ নং রাস্তায় দীর্ঘদিন থেকে নিকাশী নালা থেকে শুরু করে বেহাল রাস্তার সমস্যায় ভুগছিল এলাকার মানুষ। হালকা বৃষ্টিতেই হাঁটু জলে ঘরবন্দি সকলে। দীর্ঘদিন থেকে তাদের সমস্যার কথা পঞ্চায়েতকে জানালেও সমস্যার কোন সমাধান হয়নি। এরপর তারা মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস এর কাছে তাদের সমস্যার […]