December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ

শিলিগুড়ি , ২৮ অগাস্ট : এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল | ১৭ বছরের ওই আদিবাসী নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য | মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুর অঞ্চলের গিরমিট লাইন চা বাগানে ।

গত ১৮ তারিখ থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিলেন । পরিবারের পক্ষ থেকে ঘোষপুকুর ফাঁড়িতে ১৯ তারিখ একটি নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্ত শুরু করে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

গতকাল বিকাল নাগাদ চা বাগানের শ্রমিকরা চা পাতা তোলার সময় একটি নালায় নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখেন । খবর দেওয়া ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দাদের ।

পরিবার ও এলাকাবাসীর দাবি সে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । এরপরে পুলিশ প্রশাসনের তরফ থেকে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায় । তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ।

উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক দাবি পরিবারের । এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে । তবে ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য , প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সকলে পরিবারের সঙ্গে দেখা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *