July 27, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

NBSTC : তিনবাত্তি মোড়ে তৈরি হচ্ছে নতুন বাস টার্মিনাস

শিলিগুড়ি , ৩১ মে : শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হচ্ছে নতুন বাস টার্মিনাস | এই কারণে এলাকা পরিদর্শনে মেয়র ও এনবিএসটিসির আধিকারিকরা |

শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে তিনবাত্তি মোড়ে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । বুধবার ওই এলাকা পরিদর্শনে গেলেন মেয়র ও NBSTC এর আধিকারিকরা । শহরের যানজট সমস্যা মোকাবিলায় শহরের ভেতরে থাকা বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করা হবে । NBSTC এর জমির ওপর ওই বাস টার্মিনাস তৈরি হবে ।

বুধবার , ওই এলাকা পরিদর্শন করে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব । সেখানে আগে NBSTC এর কার্যালয় ছিল । এবার সেই জায়গাকে পুরনিগমকে ব্যবহার করার অনুমতি দিয়েছে NBSTC ও রাজ্য পরিবহন দপ্তর । এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় , ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই , বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *