September 16, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Bus Stand : লোকাল বাস স্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায়

শিলিগুড়ি , ১০ নভেম্বর : শিলিগুড়ির লোকাল বাস স্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতা করে শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট অ্যাকশন ফোরাম । শুক্রবার দুপুরে তারা প্রতিবাদে সামিল হয় ।

অন্যদিকে এদিন দার্জিলিং জেলার জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন মেয়র গৌতম দেব । সেই বৈঠকে বাস মালিক সংগঠনকে ডাকা হলেও তারা সেখানে যায়নি , বরং বাস স্ট্যান্ড যাতে সরানো না হয় তার দাবি তুলে বিক্ষোভে সামিল হয় । তাদের স্পস্ট বক্তব্য কোনোভাবেই বাসস্ট্যান্ড সরানো যাবে না।

অন্যদিকে গৌতম দেব স্পষ্ট জানিয়ে দেন শিলিগুড়ি শহরের ট্রাফিক সমস্যা মোকাবিলা করার জন্য এই বাসস্ট্যান্ডকে সরাতেই হবে | বাস মালিকদের নতুন বাস স্ট্যান্ড ব্যবহার করতেই হবে। এমনকি টোটো চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনা হবে বলে মেয়র জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *