December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

NBSTC : রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ : গৌতম দেব

শিলিগুড়ি , ২৫ জুলাই : শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস | এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জায়গায় তৈরি হবে নতুন বাস টার্মিনাস ও NBSTC এর প্রশাসনিক ভবন । মঙ্গলবার , দিল্লি থেকে আগত বাস্তুকর তথা স্থপতি পি আর মেহেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব ।

এদিন তিনবাত্তি মোড়ের নতুন বাস টার্মিনাসের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র । তবে, পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের ওপর ক্ষোভ উগরে দেন মেয়র। এদিন মেয়র গৌতম দেব বলেন , এই কাজ করতে রেলের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে । এই জায়গা NBSTC এর হলেও রেল নিজের বলে দাবি করছে । এই জায়গার সমস্ত কাগজপত্র রয়েছে । সকলের সঙ্গে আলোচনায় বসা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *