October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Dhupguri : হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিধায়কের

শিলিগুড়ি , ২৫ জুলাই : হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বিধায়কের |

ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় আজ ভোর নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সকাল সাতটায় চিকিৎসকদের তরফে তাকে মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য বিধানসভার বাদল অধিবেশন ও বিজেপির স্টান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে গত শনিবার ধূপগুড়ি থেকে কোলকাতার উদ্দেশ্য বের হন ধূপগুড়ির বিধায়ক । এরপর কলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি । তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ।

দলীয় সূত্রে জানা যায় , রবিবার সকালেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় । রবিবার দলের তরফে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছিল । সেই বৈঠকেই যোগ দিতে যাবার আগেই শারীরিক অসুস্থতা বোধ করেন বিধায়ক । তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় । তড়িঘড়ি তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় । তার ডান দিকের ফুসফুসে সংক্রমণের জন্য তার অস্ত্রপচারও করা হয় । কিন্তু শেষ রক্ষা হল না| বিধায়কের মৃত্যুর জেরে ধূপগুড়ির রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *