Hospital : শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতাল হতে চলেছে
শিলিগুড়ি , ৭ জুলাই : শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতাল হতে চলেছে | জানালেন শহরের মেয়র গৌতম দেব | খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল। এই নতুন হাসপাতাল হবে ৩০ শয্যা বিশিষ্ট এবং থাকছে একাধিক আধুনিক পরিষেবা। শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন , এই হাসপাতালের মধ্যে থাকবে ইসিজি , আল্ট্রাসাউন্ড , ব্লাড […]