January 15, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : গোয়াল ঘরে আগুন , অগ্নিদগ্ধ বৃদ্ধা

তুফানগঞ্জ , ১৩ জানুয়ারী : অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল গোয়াল ঘর | আগুন ভয়াবহ রূপ নেওয়ায় ঘরের থেকে গরু বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। গোয়াল ঘরে থাকা বেশ কিছু গরু ও আগুনে জখম হয়েছে | ঘটনাটি ঘটে তুফানগঞ্জ -২ ব্লকের বারোকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট ভান্ডিজেলাস এলাকায় ভবেশ বর্মনের বাড়িতে ।

স্থানীয় সূত্রে জানা যায় , গোয়াল ঘরে সন্ধ্যা দিতে গিয়ে পাট কাঠিতে আগুন লেগে যায় | পরবর্তীতে আগুন ভয়াবহ রূপ নেওয়ায় দ্রুত গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হন ওই পরিবারের সদস্য এক বৃদ্ধা । বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা । অগ্নিদগ্ধ ওই বৃদ্ধার নাম মোহনবালা বর্মন (৬৫) | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন | দীর্ঘ প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *