শিলিগুড়ি , ১০ ফেব্রুয়ারী : কড়া নিরাপত্তার সঙ্গে দুই অসুস্থ পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষা দিলেন । অন্যদিকে জেলা বিদ্যালয় পরির্দশক রাজীব প্রামানিক হাসপাতালে গিয়ে তাদের শারীরিক অবস্থার খবর নেন ।
হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে দুই পরীক্ষার্থী আফরিন আনসারি ও সায়না আনসারি পরীক্ষা হলে ঢুকে অসুস্থ হয়ে যান । সঙ্গে সঙ্গে কড়া পুলিশ পাহাড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরবর্তীতে ওই দুই পরীক্ষার্থী জেলা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেন ।
দুই ছাত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছে যান অবর জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামানিক ।
দুই ছাত্রীর শারীরিক খোঁজ খবর নেওয়ার পর জানান , দু’জনেই ভালো রয়েছেন এবং ভালো পরীক্ষা দিয়েছে । আগে থেকেই একটু অসুস্থ থাকায় এবং বড় পরীক্ষার ধকল নিতে না পারায় অসুস্থ বোধ করে । সঙ্গে সঙ্গে দু’জনকেই হাসপাতালে নিয়ে আসা হয় |