September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

NBSTC : বনধকে উপেক্ষা করে সরকারী বাস রাস্তায়

শিলিগুড়ি , ২৮ এপ্রিল : উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার বনধ বিজেপির । কালিয়াগঞ্জ কান্ডের প্রতিবাদে এই বনধের ডাক দেয় বিজেপি । এদিনের বনধকে উপেক্ষা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস পরিষেবা স্বাভাবিক রাখার কথা ঘোষণা করেছিল পার্থপ্রতিম রায় ।

এদিন সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় বাস আটকানো হয় । তবে পুলিশ বাস চলাচল স্বাভাবিক রেখেছে ৷ একাধিক বাস ডিপোর সামনে বনধের সমর্থনে পিকেটিং চললেও , পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরাও মিছিল করে ৷ সরকারি পরিবহণ সংস্থা NBSTC আজ চারশো বাস রাস্তায় নামিয়েছিল বলে জানা গেছে । সকাল থেকেই বাস নেমেছে। বাস চালকরা মাথায় হেলমেট পরেই বাস চালিয়েছেন এদিন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *