September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : বিধায়ক তহবিল থেকে বাস স্টপেজ উপহার

শিলিগুড়ি , ২১ অগাস্ট : শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের বিধায়ক তহবিল থেকে শিলিগুড়ি পুরসভার ৪৬ নং ওয়ার্ডে শ্রীগুরু বিদ্যামন্দির সংলগ্ন এলাকায় একটি বাস স্টপেজের উদ্ভোধন করেন বিধায়ক শংকর ঘোষ ।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মন সহ অন্যান্যরা । প্রায় ৩ লক্ষ ৪২ হাজার টাকা দিয়ে এই ব্যাস স্টপেজ নির্মাণ হয়েছে ।
শংকর ঘোষ জানান , তার তহবিল থেকে শহরের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন কাজের পরিকল্পনা করা হয়েছে । ছোট ছোট বিভিন্ন কাজের দ্বারা শহরের মানুষকে পরিষেবা দেওয়াই তার লক্ষ্য | অন্যদিকে শাসক দলের কাউন্সিলর দিলীপ বর্মন জানান বিধায়ক অন্য রাজনৈতিক দলের হলেও বিধায়ক তহবিলের সর্বপ্রথম কাজ তার ওয়ার্ডে করেছেন | তাকে সাধুবাদ জানিয়েছেন তিনি । রাজনৈতিক মতানৈক্য থাকলেও শহর ও শহরবাসীর উন্নয়নে একসাথে কাজ করবেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *