December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : বাস দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী

শিলিগুড়ি , ১৫ জুলাই : শিলং থেকে আসা শিলিগুড়িগামী একটি পর্যটক বোঝাই বাস বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল | বাসে থাকা একাধিক যাত্রী দুর্ঘটনার জেরে অল্প বিস্তর আহত হয়েছেন |

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি বাইপাস এলাকায় , স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলং থেকে শিলিগুড়ি আসার পথে ফুলবাড়ী বাইপাস এলাকায় হঠাৎই একটি কন্টেনার বাসে ধাক্কা মারে | এ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসের মাঝ বরাবর অংশ । এরপর সেই কন্টেনারটি পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশের সহযোগিতায় সেটিকে আটক করা হয় | খবর পেয়ে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ | দুর্ঘটনাগ্রস্ত বাস ও কন্টেনারটিকে থানায় নিয়ে যায় | তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *