December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : বাস দুর্ঘটনায় আহত ২৩

শিলিগুড়ি , ১৪ নভেম্বর : যাত্রী বোঝাই বেসরকারি বাস দুর্ঘটনায় আহত হলেন একাধিক যাত্রী । বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকায় ।‌ আহতদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । ‌
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে কালচিনির উদ্দেশ্যে যাচ্ছিল বেসরকারি বাস। ফাটাপুকুর ট্রাফিক মোড়ে সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়ে একটি ট্রেলার । সে সময় ওই যাত্রী বোঝাই বাসটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে । এতে বাসের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয় । ‌

দুর্ঘটনার ফলে চালক সহ ২৩ জন যাত্রী আহত হয়েছেন । ঘটনাস্থলে আসেন ট্রাফিক ওসি বাপ্পা সাহা , ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । আহতদেরকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *