December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : প্রচুর পরিমান গাঁজা সহ গ্রেপ্তার নদিয়ার যুবক

শিলিগুড়ি , ১৬ নভেম্বর : গোপন সূত্রের খবর ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতা বেসরকারি বাস থেকে ২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করল এক যুবককে । ধৃত যুবক ওই গাঁজা গুলো কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকার পরেই ঘোষপুকুর মোড়ে তারা ওত পেতে থাকে । ট্রাভেলস এজেন্সির বাসে তল্লাশি চালানো হয় | সেই বাসের কেবিন থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয় ।

যার মধ্যে ২৩ কেজি গাঁজা ভর্তি ছিল । এরপরে সেই ব্যাগের মালিককে খুঁজতে গিয়ে ধরা পড়ে এক যুবক । তবে গাড়ির চালক বা অন্য কর্মী বিষয়টি জানতেন না বলেই জানিয়েছেন পুলিশকে |

ধৃত যুবকের নাম অনুপ মন্ডল (২৭ ) | সে নদিয়ার বাসিন্দা । আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তাকে । পুলিশ রিমান্ডে নিয়ে এই গাঁজা পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *