November 6, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

FOREST DEPARTMENT : টিয়া পাখি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২১ অগাস্ট : গোপন সূত্রে খবরের ভিত্তিতে স্টেডিয়াম সংলগ্ন বিধান রোডে বন দপ্তরের অভিযানে নিষিদ্ধ টিয়া পাখি সহ এক জনকে গ্রেপ্তার করল ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ।

সোমবার দুপুরে বৈকুন্ঠপুর ডিভিশনের অন্তর্গত ডাবগ্রাম রেঞ্জে গোপন সূত্রে খবর আসে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিধান রোডের ধারে টিয়া পাখি বিক্রি হচ্ছে । সেই মতে রেঞ্জার রাজীব লামার নেতৃত্বে বন দপ্তরের আধিকারিকরা ওই এলাকার দোকান গুলোতে অভিযান চালায় । সেখানেই একটি দোকান থেকে উদ্ধার হয় একটি খাঁচাবন্দি টিয়াপাখি । ধৃত ব্যক্তির নাম রাজা পাল (২৪) বাড়ি ঘোঘোমালি এলাকায় । ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *