October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Football : মহিলাদের নিয়ে ফুটবল খেলায় মাতলো নিউ চামটা

শিলিগুড়ি , ২৯ অগাস্ট : চা বাগানে কাজ করা মহিলাদের বিভিন্ন কারণে পিছিয়ে পড়ছে ফুটবল খেলা । আজ মাতৃ কুটিরের সহযোগিতায় নিউ চামটা চা বাগান টি স্টেট ফুটবল গ্রাউন্ডে খেলানো হয় তাদের ।

এদিন মাতৃ কুটিরের সদস্যা প্রিয়ম্বদা বিশ্বাস জানান , যে সব খেলোয়াড়রা মাঠে খেলছে তারা সকলেই মা । তাদের এই খেলা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে । খেলাধুলার মাধ্যমে একটি সমাজ তৈরি হবে এবং নবপ্রজন্মও একটি সুস্থ সমাজ পাবে ।

পাশাপাশি তিনি আরও জানান বর্তমানে মেয়েদের সেল্ফ ডিফেন্স তো বিশেষভাবে জরুরী । মাঠে মহিলা খেলোয়াড়রা জানান তাদেরও কাজের ফাঁকে খেলতে এসে খুব ভালো লাগছে । তবে কোথাও না কোথাও বিভিন্ন কারণের জন্য পিছিয়ে পড়ছে মহিলাদের ফুটবল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *