December 13, 2024
Sevoke Road, Siliguri
খেলা

Football : জয়ী হল শিলিগুড়ি ভেটারান্স প্ল্যায়ার্স অ্যাসোসিয়েশন

শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারী : শিলিগুড়ি ভেটারান্স প্ল্যায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্দ‍্যোগে ৩টি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবার ছিল শেষ খেলা । এই ফুটবল খেলায় ২-১ গোলে শিলিগুড়ি ভেটারান্স প্ল্যায়ার্স অ্যাসোসিয়েশন জয়ী হয়।

দুই বাংলার এই খেলায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিশিষ্ট ব‍্যাক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । খেলার শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এই প্রীতি ফুটবল খেলা । উপস্থিত কুন্তল গোস্বামী , রঞ্জন সরকার , মদন ভট্টাচার্য , বাবলু তালুকদার , খোকন ভট্টাচার্য্য সকল খেলোয়াড়দের পুরস্কৃত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *