December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : মেডিকেল মোড়ের কাছে হাই ড্রেনে পড়ে মহিলা , দমকলের চেষ্টায় উদ্ধার

শিলিগুড়ি , ১৩ জুলাই : মেডিকেল মোড়ের কাছে হাই ড্রেনে পড়ে গেলেন এক মহিলা | দমকলের প্রচেষ্টায় উদ্ধার মহিলা |

শিলিগুড়ির মেডিকেল মোড়ের কাছে হাই ড্রেনে পড়ে গেল এক মহিলা । ঘটনাস্থলে দমকল পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মহিলাকে ড্রেন থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

বৃহস্পতিবার বিকেল নাগাদ মেডিকেল মোড়ের কাছে হাই ড্রেনে পড়ে যায় ওই মহিলা । এরপরই স্থানীয়রা বিষয়টি দেখে মহিলা কে বাঁচানোর চেষ্টা করে । ড্রেনে জলের স্রোত বেশি থাকায় তাকে উদ্ধার করা যায়নি । পরে দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে মাটিগাড়া দমকল কেন্দ্র থেকে দমকলের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষনের প্রচেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলার নাম মিলি সোরিওঁরাও । তার বাড়ি পানীঘাটা এলাকায়। তবে কি ভাবে ওই মহিলা পড়ে গেল তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *