December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Football : ফুটবল ঘিরে উন্মাদনা

শিলিগুড়ি , ২৭ অগাস্ট : মোবাইল গেম নয় , মাঠে ফিরুন , ঘোগোমালীতে ফুটবল প্রতিযোগিতা জমজমাট । একদিবসীয় ফুটবল উন্মাদনা শিলিগুড়িতে । সেই রেশ ছড়িয়ে পড়েছে জেলা স্তরেও । শহরের ঘোগোমালী উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে দিবারাত্র একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট । লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি ।

ঘোগোমালি পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ৩২ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন সংস্থার সদস্যরা। এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার । তিনিই খেলার সূচনা করেন মূলত । ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরও অনেকে ।

মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে এই টুর্নামেন্টে। শিলিগুড়ির বড় বড় ক্লাব , সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে একাধিক ক্লাব অংশ গ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায়। আজকেই হবে ফাইনাল । প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের জন্য রয়েছে ট্রফি এবং ১ লক্ষ টাকা প্রাইজ মানি , রানার আপদের জন্যও থাকছে ট্রফি এবং ৬০ হাজার টাকা পুরস্কার । এছাড়াও সেমিফাইনালে যারা থাকবেন তাদের মধ্যে একটি প্রতিযোগিতা করা হবে ।

এছাড়াও দর্শকদের জন্যও রয়েছে বিশেষ পুরস্কার । যারা শান্তি বজায় রেখে খেলা দেখবেন তাদের ভলেন্টিয়ার্সের মাধ্যমে বাছাই করে পুরস্কৃত করা হবে । সকাল থেকেই শুরু হয়েছে খেলা। প্রতিযোগিতায় উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *