December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Sikkim : সিকিমের বন‍্যা বিধ্বস্তদের জন‍্য ২.৫ লক্ষ টাকা প্রদান

শিলিগুড়ি , ১৮ অক্টোবর : বক্সিং হকি ফুটবল মিলেমিশে একাকার | সিকিমের বন‍্যা বিধ্বস্তদের জন‍্য খেলার মাঠে ভারতের বক্সিং কিং মেরি কম , হকির কিং ধনরাজ পিল্লে ও শহরের একাধিক ক্রিড়া ব‍্যক্তিত্বদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলায় অংশ নেন ভারতের প্রাক্তন ফুটবল ক‍্যাপ্টেন বাইচুং ভুটিয়া ।

একই মাঠে হকি , বক্সিং মিলে মাসে একাকার হয়ে যায় আজ । আজকের খেলার মধ‍্য দিয়ে ২.৫ লক্ষ টাকা পর্যটক ব‍্যবসায়ী রাজ বসুর হাতে তুলে দেওয়া হয় । আজকের এই বন্ধুত্বপূর্ণ খেলা উপভোগ করলেন বলে জানান মেরিকম ও ধনরাজ পিল্লে । খেলার শেষে এই দুই কিংবদন্তি খেলোয়াড় এসিয়ান গেমসে ভালো ফলের জন‍্য শুভেচ্ছা জানান এবং বলেন ভারতীয় হকি দল দিনে দিনে উন্নতি করে চলেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *