September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Bamfront : মহকুমা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযানে বামফ্রন্ট

শিলিগুড়ি , ৩১ মার্চ : শিলিগুড়ি মহকুমা পরিষদের দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি মহকুমা পরিষদ অভিযানের ডাক দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট । শুক্রবার দুপুরে শিলিগুড়ির মহানন্দার ঘাট থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় । মিছিলটি শিলিগুড়ি শহরের মূল পথ পরিক্রমা করে মহকুমা পরিষদের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ।

এরপর দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতিকে । বামফ্রন্টের দাবী গুলির মধ্যে অন্যতম ছিল গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে বকেয়া মজুরি প্রদান করতে হবে , দ্রুত ১০০ দিনের কাজ চালু করতে হবে , গরীব মানুষদের বলি , পাথর তোলার অধিকার প্রদান করতে হবে। এই দাবিগুলি নিয়েই এদিন তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *