December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

social friend : সমাজবন্ধু অনিল ঘটকের মৃত্যুতে শোকার্ত শহর

শিলিগুড়ি , ৩১ মার্চ : শিলিগুড়ি শহরের সকলের চেনা মানুষ অনিল ঘটক | আজ তার জীবনাবসানে অনেক স্বপ্ন অধরা রয়ে গেল।
পানিট্যাঙ্কি মোড় সংলগ্ন এলাকায় গতকাল মাঝরাতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সমাজবন্ধু অনিল ঘটকের মৃত্যু হয় । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭২ ।

অনিলবাবু দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন । করোনাকালে তিনি বয়সের কথা চিন্তা না করে অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছেন। আজ তার মৃত্যুতে একটি ভালো মানুষ শহর হারাল ।

সেন্ট জোন্স এম্বুলেন্স এর ভাইস চেয়ারম্যান পদে আসিনের পাশাপাশি শহরের একাধিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি । আজ তার দেহ চিল্ড্রেন পার্ক সংলগ্ন সেন্ট জোন্স এম্বুলেন্সের কার্যালয়ে নিয়ে এলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানতে শহরের গন‍্যমান‍্য ব‍্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।

এছাড়াও সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা , ইন্ডিয়ান রেডক্রস ও শহরের একাধিক সংগঠন থেকে প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান অনিল ঘটককে ।

জোৎস্না আগরওয়াল অনিল ঘটকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানান অনিলদা চলে যাওয়া ক্ষতি হল সমাজের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *