September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Smuggling : লক্ষাধিক টাকার সোনা সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৩১ মার্চ : আবারও সোনা উদ্ধার শিলিগুড়িতে । ঘটনায় গ্রেপ্তার ভিন রাজ্যের দুই বাসিন্দা । ধৃতরা অসমের বাসিন্দা নারায়ণ শর্মা এবং মনিপুরের বাসিন্দা কুবের প্রসাদ । শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয় । ধৃতদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১ কেজি ১৬২ গ্রাম সোনা । জার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি মোড় এলাকা থেকে অসম নম্বরের একটি গাড়ি আটক করা হয় । তাতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় ১ কেজি ১৬২ গ্রাম সোনা । পাচারকারীদের নজর এড়াতে সোনা গলিয়ে স্প্রিং-এর আকার দেওয়া হয়েছিল । সেগুলি ব্রেক সুয়ের নীচে লুকিয়ে রাখা হয়েছিল পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *