Police : রেশনের সামগ্রী পাচার , গ্রেপ্তার দুই
জলপাইগুড়ি , ৭ জুলাই : রাতের অন্ধকারে চলছিল রেশনের সামগ্রী পাচার। অভিযান চালিয়ে সেই পাচার রুখে দিল পুলিশ । উদ্ধার করা হল প্রচুর পরিমাণে চাল এবং আটা । জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ । সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের […]