শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি আবগারি বিভাগ । প্রায় ১৯ লক্ষ টাকার বেআইনিভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করতে গিয়ে সিকিমের মদ বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ । স্পেশাল কমিশনার অফ রেভিনিউ এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি বিভাগ ।
গতকাল রাতে আবগারি বিভাগের কাছে খবর আসে , সিকিম থেকে একটি পিকআপ গাড়ি করে প্রায় ১৯ লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় ঢুকছে । এই খবরের ভিত্তিতে অভিযানের জন্য টিম সাজায় আবগারি বিভাগের আধিকারিকরা । দার্জিলিংয়ের ঘুম এবং জোরথং এলাকাতে ওই বেআইনি মদ বোঝাই পিকআপ ভ্যানটি ঢোকার কথা ছিল |
সেই মোতাবেক ঘুম এবং জোরথং এলাকাতে ফাঁদ পাতে আবগারি বিভাগ । আবগারি বিভাগের চোখে পড়ে যায় ওই পিকআপ ভ্যানটি । এরপর আবগারি বিভাগের আধিকারিকরা ওই পিকআপটির পিছু নেয় । অবশেষে দার্জিলিং এর মকাইবাড়ি চা বাগান এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে নিয়ে আসা বেআইনি মদ বোঝাই পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয় আবগারি বিভাগ ।
গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে আসে কার্টন কার্টন বেআইনি মদ । প্রায় ১৯ লক্ষ টাকার বেআইনি মদ সিকিম থেকে নিয়ে আসা হচ্ছিল দার্জিলিং এ । এই ঘটনায় গাড়ির চালক সহ দু’জনকে গ্রেপ্তার করেছে আবগারি বিভাগ । ধৃত দু’জনের বাড়ি দার্জিলিং জেলার বিজন বাড়ি এলাকায় । আজ ধৃতদের আদালতে তোলা হয় ।