October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : অস্ত্র সহ গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : শিলিগুড়ির মাটিগাড়ায় ডাকাতির ছক বানচাল করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ ।

মঙ্গলবার রাতে , পুলিশের কাছে খবর আসে ফাঁসিদেওয়া মোড় সংলগ্ন রেলওয়ে আন্ডারপাসের নিচে অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে ১০থেকে ১২ জন দুষ্কৃতী। অভিযান চালায় মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ । পুলিশি অভিযান বুঝতে পেরে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা অস্ত্র। ধৃতদের নাম বিশাল দাস , জীবন রায় , রতন মহন্ত এবং হরিহর বর্মন। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ধৃতদের রিমান্ডে এনে ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *