October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Police Case : মদ্যপ যুবকের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৯ মার্চ : হোলির গভীর রাতে উত্তেজনা , গাড়ি ভাঙচুর পুলিশের । গতকাল রাতে মদ্যপ অবস্থায় দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ হয় | শিলিগুড়ি এনজেপি থানার অন্তর্গত পশ্চিম ভক্তিনগর বিবাদী কলোনী এলাকায় এই ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

পুলিশের গাড়ি দেখা মাত্রই পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু করে সেই সমস্ত যুবকরা বলে অভিযোগ । ঘটনায় কোন পুলিশকর্মী আহত না হলেও নিউ জলপাইগুড়ি থানা পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী । কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । হোলির রাতে মদ্যপ অবস্থায় উত্তেজনা সৃষ্টি , পুলিশকে লক্ষ্য করে ঢিল এবং পুলিশের গাড়ি অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *