May 9, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

MEETING : সরকারি জমিতে বসবাসকারীদের মালিকানা দিতে কেন্দ্রের দ্বারস্থ

শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী  :   শিলিগুড়ি পুরনিগরের অধিন জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার জেলা শাসক ও ভূমি রাজ‍্যস্ব দপ্তরে প্রতিনিধিদের নিয়ে শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এক আলোচনায় মিলিত হন মেয়র ও ডেপুটি মেয়র । নদীর পারের ও রেলের জমির ওপর দীর্ঘদিন বসবাসকারী বাসিন্দাদের জমির মালিকানা প্রদান ছিল আলোচ্য বিষয় ।
আলোচনায় দুই জেলার জেলাশাসকের প্রতিনিধি দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গৌতম দেব সাংবাদিকদের জানান, রেলের জমিতে বাস করা বাসিন্দাদের স্থায়ীভাবে বসবাসের জন্য মালিকানা প্রয়োজন । সেই জন‍্য রাজ‍্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছেন তারা । তিনি এও জানান রেলের জমির ওপর বসবাসকারী বাসিন্দাদের সংখ‍্যাটি শিলিগুড়ি পুরনিগম এলাকায় বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status