October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

bjp : সন্দেশখালি ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারী : সন্দেশখালি ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির কর্মসূচির অঙ্গ হিসেবে এনজেপি থানা ঘেরাও করল বিজেপি মহিলা মোর্চা । বিধায়িক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করেন । আন্দোলনকারীদের বাধা দেয় বিশাল পুলিশ বাহিনী । এর জেরে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ।
এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে থানার সামনে আসতেই তাদেরকে পুলিশ গেটের মুখে আটকে দেয় । প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসে পড়ে বিজেপি নেতা কর্মীরা।

শিখা চ্যাটার্জি অভিযোগ করেন , রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিনত হয়েছে । সন্দেশখালিতে আন্দোলনরত গ্রামবাসীর উপর অত্যাচার চালাচ্ছে । সন্দেশখালির মহিলাদের উপর অকথ্য মানসিক ও শারিরীক অত্যাচার চালাবার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুল অভিযুক্ত শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের আড়াল করার চেষ্টা করছে । অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *