India : “কষ্ট হচ্ছে কিন্তু আক্ষেপ নেই” বললেন ভুবনেশ থাপা , শহীদ ক্যাপ্টেনের বাবা
শিলিগুড়ি , ১৬ জুলাই : জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গি হানায় শহীদ হন দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা । মাত্র ২৭ বছর বয়সে শহীদ ব্রিজেশ। সোমবার রাতে জম্মু কাশ্মীরের ডোডা থেকে চার ঘন্টা দূরত্বে থাকা এক পাহাড়ি জঙ্গলে একটি অভিযানের সময় আচমকা আতঙ্কবাদীরা হামলা চালায়। জঙ্গিদের বিরুদ্ধে পালটা হামলা চালায় সেনারা। দুপক্ষের লড়াইয়ে ব্রিজেশ […]