October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Court : শপিংমলে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দুই যুবক

শিলিগুড়ি , ২৬ অগাস্ট : মাটিগাড়ার একটি শপিংমলে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃত ওই দুই ব্যক্তির নাম উজ্জল মণ্ডল ও ধিরাজ রজক । ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিল একসময় বলে জানা গেছে | ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।


চলতি মাসের ২১ তারিখ দুই যুবক তাদের দুই বান্ধবীর সঙ্গে রাতে শপিংমলে গিয়েছিলেন । গভীর রাতে ওই মার্কেট কমপ্লেক্সে থাকা একটি বারের বার্থডে পার্টিতে যোগ দিতে যান তারা । অভিযোগ , লিফ্টে ওঠার সময় কিছু যুবক ওই দুই তরুণীদের গায়ে হাত দেয় বলে অভিযোগ । প্রতিবাদ করতে গেলে তরুনীদের দুই বন্ধুকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ । মারধরের জেরে এক যুবকের একপাশের চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে । অন্য যুবকের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।

এরপর ২২ তারিখ থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ওই যুবকদের তরফে । এরপরই ঘটনার তদন্তে নেমে রবিবার রাতে ওই শপিং মল থেকেই অভিযুক্ত ধীরাজ ও উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ ।

ঘটনার সিসিটিভি ফুটেছ খতিয়ে দেখছে পুলিশ । ওই দুইজন ছাড়াও মারধরের ওই ঘটনায় আরও কে কে জড়িয়ে রয়েছে সে ব্যাপারে তল্লাশি করছে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *