December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : ই রিক্সা চুরির ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার আরও দুই

শিলিগুড়ি , ২৬ অগাস্ট : শহরে বাড়ছিল ই রিক্সা চুরির ঘটনা | সেই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ সম্প্রতি গ্রেপ্তার করে অভিযুক্ত দ্বীপ ছেত্রীকে | অভিযুক্ত দ্বীপ ছেত্রীকে আদালতে তুললে তাকে জেল হেফাজতে নির্দেশ দেয় বিচারক | এরপরে অভিযুক্ত দ্বীপ ছেত্রী শিলিগুড়ি সংশোধনাগারে ছিল | তবে শহরে ফের ই রিক্সা চুরির ঘটনা সামনে আসে। আর এরপরে ফের তদন্ত শুরু করে পুলিশ ।

খালপাড়া আউটপোস্টের পুলিশ তদন্ত নেমে দ্বীপ ছেত্রীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় আদালতের কাছে | সেই আবেদনের ভিত্তিতে চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় অভিযুক্ত দ্বীপকে | আর এর পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও দুই অভিযুক্তের নাম | যারা এই রিক্সা চুরির সঙ্গে যুক্ত |

ধৃতদের নাম জানা গিয়েছে মহম্মদ জাহিরুল আলম এবং জয় সরকার | খালপাড়া আউট পোস্ট বিধান নগর থেকে অভিযুক্ত জয় সরকারকে গ্রেপ্তার করে এবং জাহিরুল আলমকে বিহার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে | তাদের দু’জনের কাছ থেকেই দুটি চোরাই ই রিক্সা বাজেয়াপ্ত করেছে পুলিশ | এ ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য উঠে আসবে বলে আশাবাদী পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *