November 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Tea Garden : বিজয়নগর চা বাগানে চিতা বাঘের দেহ উদ্ধার

শিলিগুড়ি , ২৭ অগাস্ট : নকশালবাড়ির বিজয়নগর চা বাগানের এক নম্বর সেকশনের নালা থেকে চিতা বাঘের দেহ উদ্ধার । এদিন নকশালবাড়ি বিজয় নগর চা বাগানের ১ নম্বর সেকশনে একটি নালার মধ্যে চিতাবাঘের দেহ শ্রমিকরা দেখতে পান।

শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে । বাগান কর্তৃপক্ষ খবর দেন বনদপ্তরকে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় নকশালবাড়ির টুকরিয়াঝাড় রেঞ্জের বন কর্মীরা । এরপর বনকর্মীরা গিয়ে চিতা বাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । তবে কীভাবে চিতাবাঘের মৃত্যু হল তা জানা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *