শিলিগুড়ি , ১ সেপ্টেম্বর : শিলিগুড়ি সার্কিট হাউসে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না আজ আসলেন | তিনি চার দিন ধরে উত্তরবঙ্গ সফরে ছিলেন তিনি | প্রথমে গিয়েছিলেন রায়গঞ্জ | তারপরে তিনি যান আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে |
আজ তিনি শিলিগুড়ি এসে রেগুলেটেড মার্কেট ঘুরে দেখেন | তিনি বললেন সমস্ত বাজারকে সুন্দরভাবে তৈরি করার প্রকল্প তিনি দুই থেকে এক মাসের মধ্যে গড়ে তুলবেন । যেমন প্রতিটি মার্কেটে বাথরুম এবং গবাদি পশু কেনাবেচার জন্য আলাদাভাবে তৈরি করবেন |
কামাখ্যাগুড়িতে ৩১ টি নবনির্মিত দোকানঘর এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গড়ে তুলবেন । কামাখ্যাগুড়িতে মোট ব্যয় হবে সাত কোটি ৯৬ লক্ষ ৮৭ ৬৮৭ টাকা | শিলিগুড়িতেও এরকমই ব্যবস্থা গড়ে উঠবে | টেন্ডার তৈরি হয়েছে , দু’তিন মাসের মধ্যেই সেই টেন্ডার এর কাজ শুরু হবে বলে মন্ত্রী বেচারাম মান্না জানালেন |