September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Forest : খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : ভোররাতেও মোহরগাঁও গুলমার বড় আসাম সেকসনে ছাগলের টোপ দেওয়া খাঁচায় ধরা পড়ল বছর চার পাঁচেকের একটি স্ত্রী চিতাবাঘ ।

সোমবার সকালে ওই চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর মহানন্দা অভয়ারণ্যের গভীর জঙ্গলে ছেড়ে আসা হয়। গত মঙ্গলবার ও শুক্রবারও একই জায়গায় একইভাবে ধরা পড়ে দুটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ । সাতদিনের মধ্যে তিনটে চিতাবাঘ খাঁচায় বন্দী যা সুকনা রেঞ্জের বড় সাফল্য বলে মনে করছেন বন আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *