October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Protest : আরজি কর কাণ্ডের প্রতিবাদে বঙ্গরত্ন প্রত্যাখ্যান

আলিপুরদুয়ার , ২৫ অগাস্ট : আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দিচ্ছেন সাহিত্যিক পরিমল দে ।

আলিপুরদুয়ার নিবাসী বহু গ্রন্থের রচয়িতা উত্তরবঙ্গ তথা রাজ্যের সাহিত্যিক , গান্ধীবাদী সমাজ কর্মী পরিমল দে এমনটাই জানালেন ।
তিনি জানান , আরজি কর কাণ্ড , তার বিবেককে বার বার দংশন করে চলেছে | যে কলকাতাকে কবি জীবনানন্দ দাস বলেছিলেন কল্লোনিনি তিলোত্তমা , সেই কল্লোনিনি তিলোত্তমা হত্যার পর নিজের বিবেক কুঁড়ে খাচ্ছে ।


২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তাকে যে বঙ্গরত্ন সন্মান প্রদান করে ছিলেন , আরজি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরূদ্ধে তার এই সিদ্ধান্ত বলে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *