October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : টোটোতে করে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই অভিযুক্ত

শিলিগুড়ি , ২৫ অগাস্ট : অভিনব উপায়ে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত | ঘটনাটি গতকাল রাতের | ফাঁকা জমি বা ফাঁকা বাড়ির সুযোগে চুরি করে পালাচ্ছে দুস্কৃতির দল | টোটো নিয়ে চুরি করতে বের হচ্ছে এই চক্র | সাথে থাকছে তাদের গ্যাস কাটার | বাড়ির লোহার রড , গেট কিছুই বাদ যাচ্ছে না |

গতকাল রাতে একটি টোটো নিয়ে চুরি করতে বেরিয়েছিল সূর্যসেন কলোনির ই ব্লকের সুশান্ত সরকার ও জিৎ রায় । পরিকল্পনা মতো শিলিগুড়ি দক্ষিণ দেশবন্ধু পাড়ার একটি ফাঁকা জমির গেট ভেঙে তা টোটোতে তুলে চম্পট দেওয়ার সময় তাদের হাতেনাতে ধরে নেয় এলাকার বাসিন্দারা । চলে বেদম প্রহার ।

পরবর্তীতে এনজেপি থানার পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । জানা গেছে এই দুই যুবক দীর্ঘদিন ধরেই টোটো ব্যবহার করে শহরের বিভিন্ন প্রান্তে এমন চুরির কান্ড ঘটিয়ে আসছিল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *