October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Ambulance : ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স প্রদান নবীউল আলমের

ময়নাগুড়ি , ২৫ অগাস্ট : ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট এলাকার সমাজসেবী নবীউল আলম তার ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষদের পরিষেবা দিতে এক স্বেচ্ছাসেবী সংগঠনকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন । এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন বলে জানান তিনি।

ময়নাগুড়ি ব্লক থেকে সাপটি বাড়ি ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকা অনেকটা দূরে অবস্থিত । ওই এলাকায় মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা মিলতেও অনেক সময় লেগে যায় । তাই তাদের কথা মাথায় রেখে নিজের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন তিনি । নিজের ব্যস্ততার কারণে একটি সংগঠনের হাতে এই অ্যাম্বুলেন্স এর দায়িত্বভার তুলে দেন যাতে ওই এলাকার মানুষ উপকৃত হন ।

এই অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে গেলে কোনো অর্থ খরচ করতে হবে না ওই এলাকার বাসিন্দাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *