December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Investigation : কিরণচন্দ্র শ্মশান ঘাটে শিশুর কাটা মাথা !

শিলিগুড়ি , ১০ নভেম্বর : শিলিগুড়ি কিরণচন্দ্র শ্মশান ঘাট থেকে আজ সকালে উদ্ধার এক শিশুর মাথা । স্থানীয় সূত্রের খবর সকালে সাফাই কর্মী কিরণচন্দ্রঘাটে তার কাজ করার সময় দেখতে পান একটা মাথা যার গলার দিকে থেকে খুবলে খাচ্ছে কুকুর ।

খবর দেওয়া হয় প্রধান নগর থানার পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা মাথাটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য । তবে প্রশ্ন হল একটি শিশুর খন্ডিত দেহ এভাবে সকলের নজর এড়িয়ে কে ফেলে দিয়ে গেল কিরণচন্দ্র শ্মশান ঘাটে এ নিয়ে উঠছে প্রশ্ন | এই শিশুটির গলা থেকে মাথার অংশ উদ্ধার হলেও এখনো পর্যন্ত উদ্ধার হয়নি শিশুটির দেহের বাকি অংশ।


এমনও শোনা যাচ্ছে ছট ঘাট তৈরীর সময় এই শিশুর দেহের অধিকাংশ নাকি উদ্ধার হয়েছে । যদি এই ঘটনা সত্যি হয় তাহলে সেই সময় পুলিশকে কেউ কিছু কেন জানালো না তা নিয়েও উঠছে প্রশ্ন |
তবে সূত্রের খবর এখনও পর্যন্ত সেই শিশুর পরিচয় জানা যায়নি ।
কেউ এই শিশুর মাথা টি কিরণচন্দ্র শ্মশান ঘাটে ফেলে গিয়েছে , না কুকুরে মুখে করে শিশুর মাথাটি অন্য কোন জায়গা থেকে কিরণচন্দ্র শ্মশান ঘাটে নিয়ে এসেছে এমন বিস্তর প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ | কিরনচন্দ্র শ্মশান ঘাট এবং সেই সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *