December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Government : সরস মেলার আসর শৈলশহরে , উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি , ১১ নভেম্বর : সরস মেলার আসর বসতে চলেছে এ বছর শৈলশহর দার্জিলিং এ । মঙ্গলবার মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা থেকে সোজা শৈলশহরে পৌঁছে যাবেন তিনি ।

রাজ্যের উদ্যোগে এতদিন সরস মেলার আয়োজন হয়ে আসছিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে । সেই প্রথা ভেঙ্গে এবার প্রথম পাহাড়ে বসতে চলেছে মেলার আসর। উত্তরের পর্যটনের অন্যতম পীঠস্থান দার্জিলিং-এ সরস মেলার আসর বসলে একদিকে যেমন পর্যটনের বিকাশ ঘটবে , সেই সঙ্গে মেলার গৌরবও অনেকটা বৃদ্ধি পাবে বলে দাবি করছেন জেলার প্রশাসনিক কর্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *