December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Family : ফিল্মি কায়দায় ভাইয়ের বৌকে নিয়ে পালালো ভাসুর !

ধূপগুড়ি , ১০ নভেম্বর : ফিল্মি কায়দায় ভাইয়ের বৌকে নিয়ে পালালো ভাসুর । ভোরের আলো ফোটার আগে ভাসুরের সঙ্গে পালিয়ে গেল গৃহবধূ । আজ ভোর নাগাদ ভাসুরের বাইকে চেপে পগার পা দেয় গৃহবধূ । এদিকে বাড়ির বৌকে পালিয়ে যেতে দেখে বাইকের পিছনে ছোটেন শাশুড়ি |

ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার। গৃহবধূর শাশুড়ি জানায় তার স্বামী ও ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে কাজে গিয়েছে | বাড়িতে বৌমা ও এক বছরের নাতনিকে নিয়ে থাকতেন তিনি |

বৌমা সারাদিন মোবাইল নিয়েই থাকত | যার সঙ্গে পালিয়েছে সে সম্পর্কে ভাসুর | তাদের বাড়িতে যাতায়াত ছিল তার | তারও বাড়িতে এক সন্তান রয়েছে | স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সে | তার বৌমার সাথে তার সম্পর্ক রয়েছে এই নিয়ে এর আগেও সালিশি সভা বসেছিল বাড়িতে ।

তিনি জানেন এখন আর তাদের মধ্যে সম্পর্ক নেই | এদিন ভোর নাগাদ আমি গরু নিয়ে মাঠে গিয়েছি | বাড়ি এসে দেখি বৌমাকে নিয়ে পালাচ্ছে সে | যাওয়ার সময় পিছন থেকে অনেক ডাকাডাকি করলেও তারা শোনেননি | কোলের সন্তান কে নিয়ে বৌমাকে নিয়ে পালিয়ে যায় ভাসুর ।

ধুপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তিনি । তারা চায় তাদের শিশুটাকে দিয়ে যাক ওরা । ঘটনায় দুশ্চিন্তায় পরিবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *