December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

State : আইনজীবীদের সংঘবদ্ধ হওয়ার ডাক অধীর রঞ্জনের

শিলিগুড়ি , ২৩ সেপ্টেম্বর : রাজ্য নেতৃত্বকে উপেক্ষা মানা যাবে না । এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বর কাছে দরবার করা হবে । শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

এদিন শিলিগুড়িতে অল বেঙ্গল কংগ্রেস লয়ার্স কনফারেন্স আয়োজিত হয় । সেখানে যোগ দেন অধীর রঞ্জন চৌধুরী , সালমান খুরশিদ , কৌস্তভ বাগচী , শংকর মালাকার সহ অন্যান্যরা। কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান , সময় এসেছে রাজ্য স্তরে আইনজীবীদের সংঘবদ্ধ হওয়ার । দ্রুত সেই কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে তার মন্তব্য , কংগ্রেস নেতৃত্বদের পাশে যেন আইনজীবীরা থাকেন। আইনী পরিষেবা দিতে যেন পিছু পা না হন তারা। অন্যদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তভ বাগচী জানান , রাজ্যের কংগ্রেস নেতৃত্ব উপেক্ষিত হবে না । সেই দিকটি নিশ্চিত করতে হবে । কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই সেই দিকটি গুরুত্ব সহকারে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *